ডুরান্ড কাপের শেষ আটে যেতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি ।ইস্টবেঙ্গল এ গ্রুপের শীর্ষ স্থানে রয়েছে ,পাঞ্জাবের ক্লাব টি ।দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল,আজ বুধবার শেষ আটে পৌঁছাতে ইস্টবেঙ্গল কে জিততেই হবে । আই লীগের নামধারী স্পোর্টিংয়ের সঙ্গে ,আজকের ইস্টবেঙ্গলের খেলা ।