গতকাল শিলংয়ের লাজংয়ের মাঠে ডুরান্ড কাপের কোয়ার্টারফাইনালে ২-১ গোলে সেমিফাইনালে উঠলো লাজং এফসি । খেলার ৮ মিনিটের মাথায় গোল করেন লাজংয়ের মার্কস ,ইস্টবেঙ্গলের ডিফেন্স নীরব দর্শকের মত দাঁড়িয়েছিল ।২৪ মিনিটে সুবর্ণ সুযোগ এসেছিলো গোল শোধ করার ,ডেভিড পারেনি,৩৯ মিনিটে তালালের গোল অফ সাঈদের জন্য বাতিল হয় ।৭৭ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান নন্দ কুমার মাটি ঘেঁষা শটে গোল করে । ৮৩ মিনিটে লাজংয়ের হয়ে পরিবর্তিত গোল সিন্দাই ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...