ডেনমার্ক জিতল

ওয়েলসকে ৪-০ গোলে হারিয়ে  ডেনমার্ক  পৌঁছে গেল  শেষ আটে। গ্ৰুপের  শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়তারা শেষ  ষোলোয় যায়। এই দিন  দু গোল করলেন ডোলবার্গ এবং তিনিই খেলার নায়ক। বাকি দুই গোল করেন মেহেল ও ব্রেথওয়েথ শুরুর দিকে ওয়েলস প্রচুর সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে  পারেনি। তাদের ব্রেথ গোল করতে পারেনি। টানা ১৫ ম্যাচে  সে গোল পেল না।