তামিল নাড়ুর সরকার কেন্দ্রের চাপিয়ে দেওয়া শিক্ষা নীতি মানবে না

কেন্দ্রের বিজেপি সরকারের সাথে তামিল নাড়ুর সরকারের মূল বিরোধ জাতীয় শিক্ষা নীতি নিয়ে । জাতীয় শিক্ষা নীতি তে ত্রিভাষা না মানলে ওই প্রকল্পে অর্থ বরাদ্দ করা হবেনা বলে কেন্দ্র শর্ত দিয়েছে । সেই মতে গত দুই বছর ধরে তামিল নাড়ু তে অর্থ বরাদ্দ বন্ধ । ডিএমকের অর্থমন্ত্রী বলেন ,আমরা তামিল নাড়ু তে হিন্দি বাধ্যতামূলক করবো না ।দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি এবং তৃতীয় ভাষা হিসাবে অন্য কোনো বিদেশী ভাষা পড়ানো হবে । এই জন্য কেন্দ্র কে এড়িয়ে ২১৫২ কোটি টাকা শিক্ষা ক্ষেত্রে নিজেরাই বরাদ্দ করেছে ।