খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পার্থের মারাত্বক গরমে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে টানা তিনটি ম্যাচে সেঞ্চুরি করলেন ব্যাটসম্যান মানাস লাবুসানে । দিনের শেষে লাবুসানের সেঞ্চুরি অস্ট্রেলিয়া কে পৌঁছে দেয় ৪ উইকেটে ২৪৮ রানে । ওয়ার্নার ৪৩ রানে আউট হওয়ার পরে একটু পিছিয়ে পরে অস্ট্রেলিয়া কিন্তু লাবুসানের সেঞ্চুরি টিম পেনের অস্ট্রেলিয়া কে দিনের শেষে সন্তোষ জনক অবস্থায় এনে দেয় । খেলার মধ্যে ওয়ার্নার ও টিম সাউথির মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...