গতকাল দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানের মাঠে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান । তিলক ভর্মা নট আউট থাকেন ৫৬ বলে ১০৭ রান করে আর অভিষেক ২৫ বলে তোলে ৫০ রান । জবাবে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে তোলে সাত উইকেট হারিয়ে ২০৮ রান ।১১ রানে জয়ী হন ভারত ম্যান অফ দি ম্যাচ হন তিলক ভার্মা ।ভারতের হয়ে তিনটি উইকেট নেনে অর্শদ্বীপ ,আর তিনটি উইকেট নেন সি বরুন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...