খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: নেপালে অনুষ্ঠিত চলতি দক্ষিণ এশীয় গেমসে ভারত পুরুষ ও মহিলাদের ব্যাড মিন্টনে জোড়া সোনা পেল। কিদাম্বি শ্রী কান্তের নেতৃত্বে ভারতের পুরুষরা শ্রীলঙ্কাকে হারায় ৩-১ফলা ফলে। শ্রীকান্ত পিছিয়ে পরেও হারান শ্রীলঙ্কার খেলোয়াড় কে ১৭-২১ , ২১–১৫ , ২১- ১১ ফলাফলে ।মেয়েরা ৩-০ ফলাফলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। মেয়েদের দলে ছিল অস্মিতা , আকর্ষী ও গায়ত্রী গোপীচন্দ ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...