খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল দুবাই তে আইপিএলের খেলা তে দিল্লি হারালো চেন্নাই কে ৪৪ রানে । প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস করেন নির্দিষ্ট ওভারে ১৭৫ রান ৩ উইকেট হারিয়ে । দিল্লীর হয়ে পৃত্তিশ শ করেন ৬৪(৪৩) শিখর ৩৫(২৭) এবং ঋষভ নট আউট থাকেন ৩৭(২৫)।ওপর দিকে ব্যাট` করতেনেমে চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে তোলে ১৩১ রান।ডুপ্লেসি ৪৩(৩৫) ছাড়া কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি ।ম্যাচের সেরা হন প্রীতিশ শ ক্যাগিসো রাবাডা ২৬ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাই কে হারিয়ে দেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...