খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল দুবাই তে আইপিএলের খেলা তে দিল্লি হারালো চেন্নাই কে ৪৪ রানে । প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস করেন নির্দিষ্ট ওভারে ১৭৫ রান ৩ উইকেট হারিয়ে । দিল্লীর হয়ে পৃত্তিশ শ করেন ৬৪(৪৩) শিখর ৩৫(২৭) এবং ঋষভ নট আউট থাকেন ৩৭(২৫)।ওপর দিকে ব্যাট` করতেনেমে চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে তোলে ১৩১ রান।ডুপ্লেসি ৪৩(৩৫) ছাড়া কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি ।ম্যাচের সেরা হন প্রীতিশ শ ক্যাগিসো রাবাডা ২৬ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাই কে হারিয়ে দেন ।
রাজ্য
নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া নগর উন্নয়ন ও পুর দফতর
রাজ্যের নিয়োগ দুর্নীতি আবহাওয়া বিতর্কের মধ্যে কলকাতা পুরসভা ,পুরনিগম ,নোটিফায়েড এরিয়া অথরিটি ,শিল্প নগর নিগম সহ স্থানীয় পুরপ্রশাসনের সব নিয়োগ "ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস...