দিল্লি কে হারিয়ে গুজরাট পয়েন্ট টেবিলে ১ নম্বরে গেলো

আজ আইপি এলের লীগের খেলা তে, গুজরাট হারালো দিল্লি ক্যাপিটালস কে এবং পয়েন্ট তালিকা তে এক নম্বরে উঠে এলো । প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তোলে ৮ উইকেটে ২০৩ রান । জবাবে গুজরাট টাইটান্স ৩ উইকেটে ১৯.৩ ওভারে ২০৪রান করে ফেলে এবং ম্যাচ জিতে যায় ৭ উইকেটে ।বর্তমান লীগ টেবিলে গুজরাট টাইটান্স ১০ পয়েন্ট পেয়ে ১ নম্বরে আছে ।নেট রান রেট হলো ০.৯৮৪। সমসংখক ম্যাচ খেলে দিল্লি ক্যাপিটালস ২ নম্বরে আছে কারণ রান রেটে তারা পিছিয়ে ।