দীর্ঘ অপেক্ষার পরে লা লিগা চ্যাম্পিয়ন হলো আতলেতিকো মাদ্রিদ

শনিবার ৭ বছর পরে রিয়্যাল ভায়োদোলিদ কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো আতলেতিকো । উরুগুয়ের তারকা ফুটবলার সুয়ারেজের অবদান আছে আতলেতিকো কে চ্যাম্পিয়ন করা ও ওই ম্যাচ জেতানোর পিছনে । ম্যানেজার দিয়েগোসিমিওনে বলেন আমরা সুয়ারেজের উপরে ভরসা করছিলাম ও কথা রেখেছে । এই মরশুমে তিনি করেছেন ২১ টি গোল ।