দুর্ভাগ্যজনক হার ভারতের বিশ্বকাপ হকি তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে

গতকাল ওড়িশার কালিঙ্গা স্টেডিয়ামে বিশ্বকাপ হকির প্রি কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে এগিয়ে থেকেও
খেলা শেষ করে ৩-৩ গোলে ,তার পর শুরু হয় টাইব্রেকার ,টাইব্রেকারে নিউজিল্যান্ড ৫-৪ জয়ী হয় ।ভারতের হারার মূল কারণ অভিজ্ঞ গোলকিপার শ্রীজেশ আহত হয়ে মাঠের বাইরে চলে যাওয়াতে ,পরবর্তী গোলকিপার পাঠক একটি গোল বাঁচলেও শেষ রক্ষা করতে পারেননি ।