সুইসদের কাছে হেরে ফ্রান্স ইউরো থেকে বিদায় নিয়েছে। দেশঁর বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে। কেন সুইসদের বিরুদ্ধে তারকাখচিত দল নিয়েও হারতে হল।কোচের রণনীতি এবং ফ্রান্স কেন আরো আক্রমণাত্মক হল না তা নিয়ে দেশের লোক প্রশ্ন করছে। তারা কোচের পরিবর্তন চান। তারা জিনেদিন জিদান কে দলের দায়িত্ব দেবার পক্ষে। তবে দেশঁ র সঙ্গে ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্টের দারুন সম্পর্ক। তাই দেশঁ এখনই সরবেন কিনা তা বোঝা যাচ্ছে না।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...