ভারত প্রথম ইনিংস য়ে ব্যাট করে তোলে ৯ উইকেটে ২৮৫ রান ।জবাবে বাংলাদেশ করে ১০ উইকেটে ২৩৩ রান,তার পর বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস য়ে তোলে ১০ উইকেটে ১৪৬ রান ।তার পর টেস্টের পঞ্চম দিনে ভারত ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে ফেললে বাংলাদেশ পরাজিত হয় ৭ উইকেটে ।ম্যান অফ দি ম্যাচ হন জয়সাওয়াল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...