কুলদ্বীপ যাদব কে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ,কানপুরে তাকে তার ঘরের মাঠে কি খেলতে দেখা যাবে । ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নয়্যার জানান পিচ ও পরিবেশ দেখেই প্রথম একাদশ বেঁচে নেওয়া হবে ,তিনি বলেন আকাশ মেঘলা থাকলে ও বৃষ্টির সম্ভাবনা থাকলে প্রথম একাদশে পরিবর্তন অসম্ভাবী ,পরিবেশ অনুযায়ী যাদের দলে প্রয়োজন তারাই সুযোগ পাবে ।