ধবন কে কেনা নিয়ে জোর টক্কর চললো পাঞ্জাব ও দিল্লির মধ্যে

আইপিএল ২০২২ শালের নিলামে দিল্লি ক্যাপিটালসের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধবন কে পাঞ্জাব কিনে নিলো ৮.২৫ কোটি টাকা তে ,নিলাম চলাকালীন দেখা যায় শিখর ধবনের বেশ প্রাইস উঠতে থাকে রাজস্থান ও দিল্লির মধ্যে মেগা নিলাম লড়াইয়ে শেষ মুহূর্তে নিলামে যোগ দেয় পাঞ্জাব এবং ৮.২৫ কোটি দিয়ে কিনে নেয় পাঞ্জাবের জন্য ২০২২ সালে ।