ধীরাজের খেলাতে মুগ্ধ হলেন আরব আমিরশাহির কোচ ও খেলোয়াড়েরা

India's Dheeraj Moirangthem, goal keeper, kicks the ball during the FIFA U-17 World Cup against Ghana in New Delhi, India, Thursday, Oct. 12, 2017. (AP Photo/Tsering Topgyal)

২০১৯-২০ সালে এটিকেতে  মাত্র একটি ম্যাচের সুযোগ পেয়েছিলেন  ভারতের জুনিয়র  জাতীয় দলের গোলকিপার ধীরাজ  সিংহ ,কিন্তু মাত্র ১টি খেলাতে  সুযোগ পাওয়াতে তিনি দলবদল করে  গোয়া এফসিতে  চলে জান।শনিবার এএফসি চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় ম্যাচে ধীরাজের দুই হাত  প্রাচীর হয়ে  দাঁড়িয়েছিল আরব আমিরশাহির  আল  ওয়াদার জয়ের স্বপ্নের পথে ।,তার খেলা তে কহিব খুশি  আল ওয়াদার সহকারী কোচ  হেঙ্ক  টেনকার্ট ।সংযুক্ত সময়ে ধীরাজ যেই ভাবে গোল বাঁচালো তার জন্য কোনো প্রসংসাই  বেশি নয় ।গোয়ার কোচ  খুয়ান তার নতুন নাম করেছে সুপারম্যান ।