ধীরাজের দুরন্ত লড়াই সত্ত্বেও হেরে গেলো গোয়া এফসি

India's Dheeraj Moirangthem, goal keeper, kicks the ball during the FIFA U-17 World Cup against Ghana in New Delhi, India, Thursday, Oct. 12, 2017. (AP Photo/Tsering Topgyal)

গতকাল গোয়ার ফতরদা  স্টেডিয়ামে প্রথমে ১ গোলে এগিয়ে থেকেও  গোয়া এফসি কে মাঠ  ছাড়তে  হলো পার্সিপোলিসের কাছে ২-১ গোলে  হেরে ।গোয়ার  কোচ শক্তিশালী ইরানের পার্সিপোলিশ কে আটকাতে মঙ্গলবার  শুধু রনণতি  বদল করেননি ওর্টিজ  কে সামনে রেখে ৪-৫-১ ফর্মাশনে খেলা সাজিয়েছিলেন ,আদিল খান  প্রথম থেকেই ডিফেন্স খেলিয়ে  তা জমাট করিয়েছিল । গোয়া প্রথমে  গোল  করলেও সেটি তারা ধরে রাখতে পারেনি । পেনাল্টি থেকে গোল  শোধ করে পার্সিপোলিস ।