নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পিচ পরীক্ষা করলেন রোহিত শর্মা

গতকাল আহমেদাবাদে দেখা গেলো ভারতের কোচ ও অধিনায়ক স্টেডিয়ামে পৌঁছে কোন পিচে খেলা হবে তা পর্যবেক্ষণ করতে পৌঁছে গেলো ।পাশাপাশি দেখা গেলো দলে না থেকেও অভিজ্ঞ স্পিনার অশ্বিন জাদেজা ও কুলদ্বীপ কে স্পিনের ব্যাপারে ক্লাশ নিচ্ছিলেন । দলীয় লক্ষ্য কে ব্যক্তি স্বার্থের উপর স্থান দেওয়ার এইটি একটি নমুনা ।কোচ ও অধিনায়ক কে দেখা গেলো হাটু মুরে ডাক্তারের মত ২২ গজের পিচ দেখছে ।অনুমান বলছে যে পিচে বল বেশি ঘুরবে সেটা তেই খেলতে চাইবে রোহিত রা ।