গুয়াহাটিতে আইএস এলে নর্থ ঈস্টের বিরুদ্ধে নামতে চলেছে এটিকে মোহনবাগান । নর্থ ইস্ট রয়েছে লীগ টেবিলে একদম শেষে এই অবস্থায় প্রতিদ্বন্দীর একদম ফুরফুরে মেজাজে থাকার কথা ,তিনি ব্যতিক্রমী ছবি দেখা যাচ্ছে এটিকে মোহনবাগানে । মোহনবাগান খেলোয়াড়েরা একাগ্রচিত্তে নর্থ ইস্ট ম্যাচের আগে প্রস্তুতি সারছে ।মোহননবাগান কোচ বলেন সব ম্যাচ আমাদের কাছে কঠিন
আমাদের লক্ষ্য লীগ টেবিলে শীর্ষ স্থান দখল করা ।