খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সমালোচনার ঝড় ওঠায় অবশেষে ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনলো কে কে আর। রাহুল ত্রিপাঠীকে ওপেনিংয়ে আনতেই রানে গতি এলো। রাহুল করলেন ৫১ বলে ৮১ রান আটটি চার ও তিনটি ছয় সহ। রাসেল সহ সবাই মোটামুটি ব্যর্থ। কে কে আর করে ২০ ওভারে ১৬৭ রান। এরপর চেন্নাই শুরু থেকে ভালোই করছিল। কিন্তু রায়াডু ও ওয়াটসন আউট হওয়ার পর রান ওঠার গতি কমে যায় এবং তাদের ওপর চাপ বাড়ে। শেষে ১৫৭/৫ , ২০ ওভারে করার পর কে কে আর ১০ রানের ম্যাচ জিতে যায়। ম্যাচে সেরা রাহুল ত্রিপাঠি।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...