স্টিভ স্মিথের দল ভারতে প্রথম টেস্ট খেলতে আসার আগে উত্তর সিডনিতে ভারতীয় পরিবেশে ঘূর্ণি পিচ তৈরি করে প্রস্তুতি নিচ্ছেন ।সেই খানকার আবহাওয়া ছিল গরম এবং আদ্রতা ভরা । সেই পিচে প্রস্তুতির পর অস্ট্রেলিয়ান কোচ বলেন ৩১ ডিগ্রি তে আমরা প্রস্তুতি করছি ,যেটা নাগপুরের প্রথম টেস্টে যেই রকম ভারতে আবহাওয়া থাকবে তার সমান ,ক্রিকেট বোদ্ধা দের মতে অস্ট্রলিয়া -বনাম ভারতের এই সিরিজ খুব আকর্ষণীয় হবে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...