নাগপুর টেস্ট কে আকর্ষণীয় করতে অস্ট্রেলিয়া ঘূর্ণি পিচে প্রস্তুতি করছে

স্টিভ স্মিথের দল ভারতে প্রথম টেস্ট খেলতে আসার আগে উত্তর সিডনিতে ভারতীয় পরিবেশে ঘূর্ণি পিচ তৈরি করে প্রস্তুতি নিচ্ছেন ।সেই খানকার আবহাওয়া ছিল গরম এবং আদ্রতা ভরা । সেই পিচে প্রস্তুতির পর অস্ট্রেলিয়ান কোচ বলেন ৩১ ডিগ্রি তে আমরা প্রস্তুতি করছি ,যেটা নাগপুরের প্রথম টেস্টে যেই রকম ভারতে আবহাওয়া থাকবে তার সমান ,ক্রিকেট বোদ্ধা দের মতে অস্ট্রলিয়া -বনাম ভারতের এই সিরিজ খুব আকর্ষণীয় হবে ।