নিউজিল্যান্ডের বিস্ফোরক ব্যাটিংয়ের কাছে হার ইংল্যান্ডের

গতকাল আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে , ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ৯ উইকেটে ২৮২ রান
৫০ ওভারে । নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন হেনরি ,ফিলিপ্স ও সান্টনার দুটি করে উইকেট নেন ।জবাবে নিউজিল্যান্ড ৩৬.২ ওভারে১ উইকেটে ২৮৩ রান তুলে ৯ উইকেটে জয়ী হন । কনওয়ে নট আউট থাকেন ১৫২ আর রবীন্দ্র নটআউট থাকেন ১২৩ রানে ।