নিউজিল্যান্ড কে হারিয়ে ক্রিকেটে বিশ্বসেরা ভারত

গতকাল দুবাইয়ের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ড কে হারালো ৪ উইকেটে । টসে জিতে প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ওভারে নিউজিল্যান্ড তোলে ৭ উইকেটে ২৫১ রান । তাদের হয়ে সর্বাধিক রান তোলেন মিচেল সান্টনার ও ব্রেসওয়েল ৫৩* নট আউট ।ভারতের হয়ে দুটি করে উইকেট নেন সিভি বরুন ও কুলদ্বীপ যাদব ।পরে ব্যাট করতে নেমে ভারত ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ম্যাচ টি জিতে নেয় । ৭৬ রান করে রোহিত শর্মা ম্যান ওফ দি ম্যাচ হন ।