নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : অবশেষে  বিসিসিআই ও রাজ্য সংস্থা  গুলি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো বিসিসিআইয়ের  সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ এডমিনিস্ট্রেটরস  (COA )। এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে আগামী ২২ সে অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিসিআই নির্বাচন ,একই সঙ্গে বোর্ড  এবং বাকি  রাজ্য  সংস্থা  গুলির নির্বাচনী  নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে ,নির্দিষ্ট  কোনো তারিক জানানো না হলেও ১৪ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সংস্থা গুলির নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয়া  হয়েছে ।