নেইমার অলিম্পিকে খেলবে না

Brazil's Neymar celebrates after scoring his side's second goal during a friendly soccer match between Austria and Brazil at the Ernst Happel Stadium in Vienna, Austria, Sunday, June 10, 2018. (AP Photo/Ronald Zak)

গত অলিম্পিকে ব্রাজিল প্রথম সোনার পদক পেয়েছিল। সে দলের অধিনায়ক ছিলেন নেইমার। গতকাল অলিম্পিকের জন্য ব্রাজিল দল ঘোষণা করা হয়েছে। তবে সেই দলে নেই নেইমার। ব্রাজিলের ফুটবল সংস্থা তাকে দলে  না রাখার  জন্য কোন কারণ জানায়নি। দলের অধিনায়ক হয়েছেন দানি আলভেস। নেইমারের ক্লাবের অনুরোধে তাকে দলে রাখা হয়নি বলে মনে করা হচ্ছে।