পঞ্চমবারের জন্য ফুটবলে অনুর্দ্ধ ১৬ সাফ চ্যাম্পিয়ন হলো ভারত

গতকাল ভুটানের থিম্পু তে বাংলাদেশ কে ২-০ গোলে হারিয়ে পঞ্চম বারের জন্য অনুর্ধ ১৬ সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নিলো ভারতের ফুটবল দল ।খেলা শুরুর ৮ মিনিটের মধ্যে ভারত কে এগিয়ে দেন ভরত লাইরেনজ্যাম ।৭৪ মিনিটের মাথায় মিডফিল্ডার লেভিস ডিফেন্স চেরা থ্রু থেকে ব্যবধান বাড়ায় ওই ভরত লাইরেনজ্যাম ।তিনি বিশাল যাদবের সাথে ওয়াল পাশ খেলে গোল করেন । প্রতিযোগিতার সেরা গোল রক্ষক হন সুরজ সিংহ আর সর্বোচ্চ গোল দাতার পুরস্কার পান মোহাম্মদ আরবাজ ।