পঞ্চম ওয়ান ডে ভারত জিতলো ৩০ রানে

On: Saturday, December 20, 2025 1:08 PM

গতকাল ভারতের মাঠিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তোলেন ৫ উইকেটে ২৩১ রান । সর্বাধিক রান তোলেন তিলক ৭০ এবং হার্দিক ২৫ বলে ৬৩ রান করেন ।ওপর দিকে দক্ষিণ আফ্রিকা আউট হয়ে যায় সকলে ২০১ রানে ৮ উইকেটে ।ম্যাচের সেরা হন হার্দিক পাণ্ডে । ভারত ৩০ রানে জয়ী হয় ।