পঞ্চম টেস্টে ৪৯ রানে জয়ী হলো ইংল্যান্ড

গতকাল ইংল্যান্ড অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টর পঞ্চম দিনে ৩৩৪ রানে অস্ট্রেলিয়ার সকল কে আউট করে ৪৯ রানে জয়ী হন ইংল্যান্ড । স্টুয়ার্ট ব্রড তার বিদায়ী টেস্টে ৬২ রানে দুই উইকেট নেন এই ছাড়া ওকস ৫০ রানে ৪ ও মঈন আলী ৭৬ রানে ৩ উইকেট নেন । ব্রড তার জীবনের শেষ টেস্টে অস্ট্রেলিয়া কে হারিয়ে ইংল্যান্ড কে সমতায় ফেরান এবং নিজের বিদায়ী টেস্ট কে স্মরণীয় করে রাখেন ।