পন্থ রাহুল দ্রাবিড়ের ভাবনা তে আছেন

জিম্বাবোয়ের বিরুদ্ধে ,ঋষভ পন্থ কে দীনেশ কার্তিকের জায়গায় খেলিয়েছিলো দ্রাবিড় ভবিষ্যতের কথা ভেবে । ঋষভ কে নিয়ে দ্রাবিড় বলেন ও ম্যাচ না খেললো নেটে প্রচুর সময় দিচ্ছে ,ব্যাট করছে ঠিকঠাক বল মারছে ফিল্ডিং ও কিপিং প্র্যাক্টিসও করছে ।জিম্বাবোয়ের বিরুদ্ধে তাই খেলার সুযোগ পেয়েছে ।মেলবোর্নের মাঠেই হবে বিশ্বকাপ ফাইনাল ,তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে টসে জিতে,আগে ব্যাটিং করলে ব্যাপারটা কি দাঁড়ায় তা দেখা দরকার ছিলো ।আমাদের ১৫ জন খেলোয়াড় সব সময় আমাদের ভাবনা তে আছে ।