ইউরো কাপে পর্তুগাল হারালো হাঙ্গেরিকে। খেলার ফল ৩-০। রোনালডো একাই করেন দু গোল। ৮৩ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোলশূন্য। রোনালডো দুদলের মধ্যে ব্যবধান গড়ে দেন। তাঁর ফিটনেস অনবদ্য এবং এটা তাঁর পঞ্চম ইউরো কাপ। তবে ৮৪ মিনিটে রাফায়েল প্রথম গোল করেন । এরপর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে রোনাল্ডো গোল করেন। অতিরিক্ত সময়ে আবার রোনালডো গোল করে খেলার ফল নিয়ে যান ৩-০।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...