১৯৮২ র বিশ্বকাপের নায়ক পাওলো রোসি আর নেই। সেই বিশ্বকাপে তিনি দুর্দান্ত খেলেছিলেন এবং ৭ গোল করেছিলেন। সেবার ভারতে টিভি সম্প্রচার শুরু হয়েছিল। সেবার অনবদ্য খেলে ব্রাজিলকে ৩ গোল দিয়েছিলেন এবং অসংখ্য ব্রাজিল ভক্তর চোখে জল এনে ব্রাজিলকে প্রতিযোগিতা থেকে ছিটকে দেন । তাঁর মৃত্যুতে পেলে,জিকো,ক্লিন্সম্যান শোক প্রকাশ করেছেন।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...