পাকিস্তানের বিরুদ্ধে ভারত এগিয়ে গেলো ডেভিস কাপে

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  গতকাল  কাজাকস্থানের   মাঠিতে  ভারত দুটি  সিঙ্গেলস  সেই জয়ী হন । ভারতের  রাম  কুমার রামানাথান  ৬-০,৬-০ ফলাফলে  হারিয়ে দেন পাকিস্তানের মোহাম্মদ  সাহেব কে ৪২ মিনিটে । তার পরে  ভারতের  ওপর খেলোয়াড় সুমিত নাগাল  ডেভিস কাপে  তার প্রথম জয় পান দ্বিতীয় সিঙ্গলসে পাকিস্তানের  হুফাইজা  মোহাম্মদ  রহমান  কে ৬-০,৬-২ ফলাফলে  ৬৪ মিনিটে হারিয়ে দেন । আজ  ভারতের ডাবলস  ম্যাচ আছে  পাকিস্তানের সাথে ।