পাকিস্তান কে দুরমুশ করলো ওয়েস্টইন্ডিজ এবং সিরিজ জিতলো

মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে ,তৃতীয় ওয়ান ডে ম্যাচে ওয়েস্টইন্ডিজের রান করে ৬ উইকেটে ২৯৪। সাই হোপ ১২০ রানে অপরাজিত থাকেন ।জবাবে পাকিস্তান ৯২ রানে সকলে শেষ হয়ে যায় । ওয়েস্ট ইন্ডিজের জেদেন সিল্স ১৮ রানে ৬ উইকেট নেন । ২০২ রানে ম্যাচ জিতে ওয়েস্টইন্ডিজে জয় পান ২-১ ফলাফলে ।