গতকাল আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে কেএল রাহুল ৫৭ বলে ৯১ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন ,তাকে যোগ্য সঙ্গত দেন গেল (৪৬) এবং হরপ্রীত (২৫)।জবাবে রয়েল চ্যালেঞ্জার্স করেন নির্দিষ্ট ওভারে ৮ উইকেটে ১৫ রান ।১৯ রানে তিন উইকেট নিয়ে পাঞ্জাবের হরপ্রীত ম্যান অফ দি ম্যাচ হন এবং ৩৪ রানে জয়ী হন পাঞ্জাব ।