পার্থ টেস্টের পরে প্রকাশিত হলো আইসিসি র টেস্ট ক্রিকেটে বোলার ও ব্যাটসম্যান দের রাঙ্কিং তালিকা

গত বুধবার আইসিসি বিশ্ব টেস্ট ক্রিকেটের ক্রম তালিকা প্রকাশ করেছে ,সেইখানে বোলিং য়ে এক নম্বরে উঠে এসেছে বুমরাহ এবং দুই নম্বরে আছে রাবাডা ।ব্যাটিং তালিকা তে দুই নম্বরে উঠে এসেছে যশস্বী জয়সাওয়াল ছয় নম্বরে ঋষভ পন্থ এবং ১৩ নম্বরে আছে বিরাট কোহলি ,সম্প্রতি পার্থ টেস্টে সাফল্যের পরেই এই তালিকা তৈরি হয় ।