পুরুষদের লং জাম্পে রুপো জয় করলো মুরলি শ্রীশঙ্কর

গতকাল বার্মিংহামের কমন ওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম রুপো জিতলেন ২৩ বছর বয়েসী মুরলি
শ্রীশঙ্কর ।পঞ্চম প্রয়াশে তিনি ৮.০৮ মিটার লাফিয়ে রুপো নিশ্চিত করেন ,সোনা পান বাহামাস য়ে লাকুয়ান নাইন । তিনি ও ৮.০৮ মিটারলাফান।তার দ্বিতীয় সেরা লাফ ছিল ৭.৯৮ এবং শঙ্করের দ্বিতীয় সেরা ছিল ৭.৮৪।