প্রথম ম্যাচেই জয় পেলো রাজস্থান রয়্যালস

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:গতকাল শারজাতে  আইপিএলের তৃতীয় খেলাতে  রাজস্থান রয়্যালস  প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৬ রান  তোলেন ।সঞ্জু স্যামসুং  করেন ৭৪ (৩২) বলে এবং ম্যান অফ দি  ম্যাচ হন এই ছাড়াও  স্টিভ স্মিথ করেন ৬৯(৪৭) এবং জোফ্রে আর্চার করেন ২৭ (৮) বলে ।জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস  নির্দিষ্ট ওভারে ৬ উইকেটে হারিয়ে তোলেন ২০০ রান ,ওয়াটসন  করেন ৩৩ (২১) ডুপ্লেসি ৭২(৩৭) এবং ধোনি  ২৯*(১৭)।