প্রথম ম্যাচে দর্শক ২০ কোটি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ত্রয়োদশ  আই  পি এলের প্রথম ম্যাচ ২০ কোটি দর্শক দেখেছে যা একটি সর্বকালীন এবং সব প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে বেশি। মাত্র ৪ দিন এই টুর্নামেন্ট  শুরু হয়েছে আবু ধাবিতে। বি  সি সি  আই  সচিব জয়  শাহ  এই তথ্য পরিবেশন করেন। বি সি সি  আই  প্রেসিডেন্ট  বলেন তিনটি দারুন উত্তেজক ম্যাচ দিয়ে আই  পি  এল  শুরু হয়েছে এবং আশা করা যায়  যে আরো এ রকম  অনেক ম্যাচ দেখতে পাওয়া যাবে। তিনি জানান মহিলাদের  টি ২০ প্রতিযোগিতা ১ -১০ নভেম্বর শারজায় হবে।