
গতকাল গভীর রাতে কলকাতা এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,এসেই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ কে দেখতে হসপিটালে যান। , তার পরেই যান রাজভবনে ,আজ মেট্রো রেল সহ এক গুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করবেন তিনি ।সেই সঙ্গে বারাসাতের কাচারী মাঠে সন্দেশখালি কাণ্ড সহ অন্যান্য বিষয় নিয়ে করবেন জন সভা ,রাজ্য বাসি তাকিয়ে আছে তার দিকে ।