প্রীতি জিন্তার হাত ধরে পাঞ্জাব কিংস পেলো নতুন জার্সি

শনিবার আসন্ন আইপি এলে জন্য পাঞ্জাব কিংস দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানের জন্য উপস্থিত ছিলেন দলের কর্ণধার ,প্রীতি জিন্টা ও পাঞ্জাব দলের অধিনায়ক শিখার ধাবন ।প্রীতি অনুষ্ঠান চলাকালিন বলেন ভক্তদের সামনে নতুন জার্সি উন্মোচন দারুন আনন্দের বিষয় ।আমরা চাই নতুন জার্সিতে আইপিএল ট্রফি নিয়ে মাঠ ছাড়ুন ক্রিকেটার রা ।