প্রয়াত হলেন ইংল্যান্ডের পেসার বব উইলিস

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল  বব উইলিসের  পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে  গত  তিন বছর প্রোস্টেট  ক্যান্সারে  ভোগার পরে তিনি  গতকাল  চলে গেলেন । তার  পরিবারের তরফ থেকে এক বিবৃতিতে  বলা  হয়েছে প্রিয়  বব কে হারিয়ে আমরা  শোকাচ্ছন্ন । তিনি ছিলেন একই সঙ্গে স্বামী , পিতা ,ভাই এবং দাদু । বিশ্ব  ক্রিকেট  তাকে  “গুজ” নামে  জানতো ,মৃত্যু কালে  তার  বয়েস  হয়েছিল  ৭০। তিনি ৯০ টি টেস্টে  ৩২৫ টি উইকেট নিয়েছিলেন  এবং  ৬৪ টি ওয়ান  ডে  তে নিয়েছেন ৮০ টি উইকেট ।