প্রয়াত হলেন টেনিস কিংবদন্তি

গতকাল কলকাতা তে ৯৩ বছর বয়েসে বার্ধক্য জনিত কারণে প্রয়াত হলেন ভারতীয় টেনিসের কিংবদন্তি
নরেশ কুমার ।১৯২৮ সালে তিনি লাহোরে জন্মেছিলেন ।১৯৫২ সালে তার শুরু হয় ডেভিস কাপের জীবন অধিনায়ক ও খেলোয়াড় হিসাবে ,১৯৫৫ সালে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন নরেশ কুমার। তার হাত ধরেই উত্থান হয়েছিল লিয়েন্ডার পেজের ,তিনি ছিলেন তার প্রথম
জীবনের মেন্টর ।