এখন পর্যন্ত দু দল মুখোমুখি হয়েছে ১০৫ বার ব্রাজিল জিতেছে ৪১ বার,হেরেছে ৩৮ বার ও ড্র হয়েছে ২৬ বার। ব্রাজিল গোল করেছে ১৬৩টি ও খেয়েছে ১৬০টি । এর আগে ২০১৯ র কোপায় সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনাকে হারায় ২-০ গোলে। নেইমার ও মেসি পরস্পরের বিরুদ্ধে খেলেছে ৫ বার। তার মধ্যে মেসি গোল করেছে ৬ টি এবং নেইমারের গোলসংখ্যা ১।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...