গতকাল হায়দ্রাবাদের মাঠিতে ভারত মালেশিয়ার সাথে খেললো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ,খেলা ১-১ ড্র হয় ।খেলার ১১ মিনিটের মাথায় গুরপ্রীতের ভুলে মালেশিয়া গোল করে চলে যায় ।তার পরেই ঘুরে দাঁড়ানোর চেস্টা করে ভারত ,কিন্তু ফারুখ ইরফান অথবা ইয়ারওয়ারা কখনো মালেশিয়ার ডিফেন্সে চাপ সৃষ্টি করতে পারছিলো না , তার পরে ৩৯ মিনিটে নিখুঁত হেডে গোল করেন রাহুল ভেকে ।৪১ মিনিটে ব্রেন্ডনের কর্নার থেকে আনোয়ার গোল শোধ করতে ব্যর্থ হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...