গতকাল এএফসি যোগ্যতা অর্জন পর্বের খেলাতে ভারতের অনুর্দ্ধ ২৩ দলের ফুটবলার রা ২-০ গোলে হারালো ৮৯ তম স্থানে থাকা বাহরাইন কে দোহার মাঠিতে । ৩২ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল টি করেন ,সুহেল এবং সংযুক্ত সময়ে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন মানিকুট্টানের দুই ডিফেন্ডার কে কাটিয়ে শিভাল্ডো ।