ফুটবল একাডেমি তৈরি হলো সেন্ট থমাস স্কুল য়ে

গতকাল বিশপ ক্যানিং আর্ট এজ স্পোর্টস ফুটবল একাডেমির উদ্বোধন হলো খিদিরপুরের সেন্ট থমাস স্কুলে । উদ্বোধন করলেন মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় ব্যারেটো ।একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর হলেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ডগলাস ডি সিলভা ।উপস্থিত ছিলেন ,সেন্ট টমাস স্কুলের প্রিন্সিপ্যাল ও আইএফ এ প্রাক্তন সচিব জয়দীপ মুখার্জি সহ বিশিষ্ট রা ।