নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রথম অর্ধে মিনার্ভা ১-০ গোলে জিতেছিল , দ্বিতীয় অর্ধে ম্যাচ শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় পেনাল্টি পায় চেন্নাই । পেনাল্টি মারার সময় চেন্নাইয়ের স্ট্রাইকার মানজি হাতের ইশারায় মিনার্ভার গোলকিপার কে দেখাচ্ছিলেন তিনি বল তার দান দিক দিয়েই মারবেন এবং বাস্তবে হলো তাই ,আর দেখা গেলো মিনার্ভার গোলকিপার ঠিক তার উল্টোদিকেই ঝাঁপালেন এবং ডান দিক দিয়ে বল গোলে চলে গেলো ,ইস্টবেঙ্গল এই ভিডিও নিয়ে দরবার করবে ফেডারেশনের কাছে । দ্বিতীয় অর্ধে মিনার্ভা তার তিনজন বিদেশী কে একসঙ্গে তুলে নিয়েছিল এটাও সন্দেহের ব্যাপার ।





