নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জাকার্তার এশিয়ান গেমসে আজ ভারতের হয়ে ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতীয় বক্সার অমিত পাঙহাল । হরিয়ানার এই ছেলেটি লাইট ফ্লাইট ওয়েটে ৩-২ ব্যবধানে হারান ২০১৬ অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের হাসান বয় দুসমাতভ কে । দুসমাতভ ২০১৫এশিয়ান চ্যাম্পিয়ন শিপেও সোনা জিতেছিলেন আর ২০১৭ বিশ্বচ্যাম্পিয়নশিপে পেয়েছিলেন রুপো । উল্লেখ্য অমিত ২০১৮ কমন বেলাতে এই বিভাগে রুপো পেয়েছিলো ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...