গত রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির লীগের খেলা তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি উইকেট নিয়েছিলেন ভারতের বরুন চক্রবর্তী ।নিউ জিল্যান্ডের কোচ গাড়ি স্টিডের কথা তে ইঙ্গিত পাওয়া গেলো তারা বরুন চক্রবর্তীর কে নিয়ে তারা চিন্তিত ,তিনি বলেন “ফাইনালে ও আমাদের কাছে বড় সর বিপদ ,ওকে নিয়ে সতর্ক থাকা ও ওকে ঠেকানোর রাস্তা খুঁজতে হবে আমাকে “।