খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ ইডেনে ঐতিহাসিক গোলাপি বলের দিন রাতের টেস্টে টসে জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নেয় । কিন্তু মাত্র ৩০.৩ ওভার খেলেই বাংলাদেশের সকলে আউট হয়ে যান ইশান্ত শর্মা ,মোহাম্মদ সামি ও উমেশ যাদবের রুদ্ধশ্বাস বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে । লিটন দাশ এবং নঈম ছাড়া কেউ দুই অঙ্কের রান করতে পারেননি । ইশান্ত শর্মা ২২ রান দিয়ে ৫ উইকেট নেন । উমেশ যাদব ২৯ রান দিয়ে তিন উইকেট এবং সামি ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...